ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আনোয়ার জাহানফাউন্ডেশন ও অঙ্কুর ইন্ট্যারন্যাশনাল এর পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৭ জানুয়ারী সকালে বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথী ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি সাংবাদিক মাসউদুল আলম।এসময বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে ও প্রতিবন্ধী বিদ্যালয শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায দুই শতাধিক কম্বল বিতরণ করা হয। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক শহিদুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সাংবাদিক মোছাদ্দেক হাওলাদার, মাসুম বিল্লাহ জুয়েল,এইচ এম নাসির উদ্দিন আকাশ, বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিতা রানী, ফাতেমা আক্তার, সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারী।