ঝালকাঠির কাঠালিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের ২০২১ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠশিক্ষক,কেয়ারটেকার ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৯ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুর হক মনির এ পুরস্কার তুলে দেন।
এ সময় শ্রেষ্ঠ কেয়ারটেকার ০১ জনকে, শ্রেষ্ঠ শিক্ষক ০৩ জনকে ও শ্রেষ্ঠ শিক্ষার্থী ০৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিটকী নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, কাঠালিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ আনিচুর রহমান, ফিল্ড সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান ইমরান, শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার হোসেন, মাওলানা মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।