ঝালকাঠির সামাজিক আন্দোলন কাঠালিয়া আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৌরদ্বীপ স্পোটিং ক্লাব শৌলজালিয়া একাদশ শাপলা ক্রিড়া চক্র কাঠালিয়া একাদশকে হারিয়ে বিজয় লাভ করেন। আজ ০৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে টাইব্রেকারের মাধ্যমে সৌরদ্বীপ স্পোটিং ক্লাব শৌলজালিয়া, শাপলা ক্রিড়া চক্র কাঠালিয়াকে ৫-৪ গোলে হারিয়ে বিজয় অর্জন করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সৌরদ্বীপ স্পোটিং ক্লাব শৌলজালিয়া একাদশের আম্মান। বিভিন্ন বয়সের হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা উক্ত খেলা উপভোগ করেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তুহিন সিকদার। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা নির্বাহী অফিসার, সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,বদিউজ্জামান বদু সিকদার।
কাঠালিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান, মাহামুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মাহামুদ হোসেন রিপন, জেলা পরিষদ সদস্য, আমিরুল ইসলাম লিটন সিকদার, শাখাওয়া হোসেন অপু সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মিঠু সিকদার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিয়জীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়েশা আক্তার/অননিউজ24