ঝালকাঠির কাঠালিয়াি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।উপজেলা পরিষদ মাঠে ৭দিন ব্যাপি মেলায় ৩০টি স্টলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বাধীনতার ৫০ বছরের অর্জনকে তুলে ধরে স্ব-স্ব বিভাগের কার্যক্রম তুলে ধরবেন।
এছাড়াও প্রতিদিন বিষয়ভিত্তিক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন হয়েছে। উপজেলা প্রশাসন এই কর্মসূচি বাস্তবায়ন করছ।