কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আর সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। বাংলাদেশের এই দুই ক্রিকেটার আলাদা দলে খেললেও আজ রাতে এক ম্যাচেই মুখোমুখি হচ্ছে।
শুক্রবার (২১ জুলাই) আসরের দ্বিতীয় দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে লিটনের জাগুয়ার্সের মুখোমুখি হবে সাকিবের টাইগার্স। তাই দেশের ক্রিকেটপ্রেমী ভক্ত সমর্থকদের জন্য রাতটি বেশ উপভোগ্য হবে বলে আশা করা যাচ্ছে।
এবারের আসরে লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা।
এদিকে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন হিসেবে আছেন সাকিব। দলে কোচ হিসেবে পাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে দল। তবে সাকিব ছাড়াও আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শারফানে রাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা স্কোয়াডে আছেন।
এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিচ্ছে ছয়টি দল। গ্রুপ পর্বে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল একের অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্র্যাম্পটনের সিএএ সেন্টারে।
গ্লোবাল টুর্নামেন্ট শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নেবেন টাইগার অলরাউন্ডার সাকিব। তবে, কানাডার লিগটির কারণে তার হয়তো পুরো আসরে খেলা হবে না। লিটনের ক্ষেত্রেও একই চিত্র। এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরতে হবে তাকে। সাকিব-লিটনদের খেলাগুলো দেখা যাবে স্টার স্পোর্টস-২ চ্যানেলে।
এফআর/অননিউজ