সিজিপিএ শর্ত শিথিল ও পদোন্নতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা কাফন পরে সড়কে অবস্থান নিয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুর ১টার পর নীলক্ষেত মোড়ে কিছু শিক্ষার্থী কাফনের কাপড় পড়ে সড়কে শুয়ে পড়েন।
এসময় আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়। প্ল্যাকার্ডে ‘শিক্ষা চাই ভিক্ষা নয়’, ‘আজ হয় প্রমোশন দিন, নয়তো মৃত্যু’সহ বিভিন্ন লেখা দেখা যায়।
সাগর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সমন্বয়ক ম্যাডাম আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে রেখেছেন। অন্যদিকে তিনি ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এমন আচরণের কোনো যৌক্তিকতা নেই। আজকে আমরা দাবি আদায়ে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। হয় প্রমোশনের ঘোষণা আসবে, না হয় আমরা একসঙ্গে মরব।
রুবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, সব নিয়ম ও সুযোগ-সুবিধা সমানভাবে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হয়। আর আমরা এখনও বছরভিত্তিক পড়াশোনা করছি। কিছু নিয়ম মানবে কিছু নিয়ম মানবে না তা হতে পারে না।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com