কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কামাল্লা ডি.আর.এস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ¦ মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোর্শেদ খান। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আবেদের উপস্থাপনায় ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মনিরুল আলম দিপু, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সদস্য জুলহাস শিকদার, উপজেলা যুবলীগের সদস্য রাজন আহম্মেদ রাজু ও জামাল হোসেন প্রমুখ।
বক্তারা পদ নিয়ে দলাদলি না করে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে ঐক্য গড়ার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ব আহবান জানান।