গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার সকালে তাকে জেলার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তিনি মাস্ক পরা ছিলেন। নিউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর সাবেক এ মন্ত্রীকে আবারও কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর মহিলা কারাগার জেল সুপার কাওয়ালীন নাহার জানান, জেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ডা. দীপু মনিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে কড়া নিরাপত্তায় ফের তাকে কারাগারে আনা হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার হন। এরপর থেকে কারাগারেই আছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
দীপু মনি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। তাকে বেশ কয়েকবার রিমান্ডেও নেওয়া হয়েছে।
সূত্রঃ indefendent
আই/অননিউজ২৪।।