প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল আর্সেনালও বিদায় নিয়েছে। ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে আর্সেনাল।
ইংল্যান্ডের দ্বিতীয় সেরা ঘরোয়া টুর্নামেন্ট কারাবাও কাপে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে বাদ পড়েছে টটেনহ্যাম ও আর্সেনাল।
ইংলিশ ফুটবল লিগে (ইএফএল) বুধবার রাতে বিদায় নিয়েছে দুই বড় দল টটেনহ্যাম ও চেলসি। এক লেগের এ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে চেলসি।
প্রথমার্ধে চেলসির বিপক্ষে গোলের দেখা না পেলেও, বিরতির পর রিয়াদ মাহরেজ ও জুলিয়ান আলভারেজের গোলে স্বস্তির জয় পায় ম্যানসিটি। এ হারের ফলে তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়ল প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসি।
এদিকে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল আর্সেনালও বিদায় নিয়েছে। ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে আর্সেনাল।
লন্ডনের ক্লাবগুলোর বিদায়ের রাতে প্রত্যাশিতভাবে চতুর্থ রাউন্ডে উঠে গেছে লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেড। দুটি দলই পেনাল্টি শ্যুট আউটে বেঁচে গেছে।
গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকে ডার্বিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। একই ব্যবধানে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেয়েছে নিউক্যাসল।
পরের অঘটনের শিকার টটেনহ্যাম হটস্পার। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় তারা। শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছিল স্পাররা। বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কোনও সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
এক নজরের ইএফএল (তৃতীয় রাউন্ড) বুধবার রাতের ম্যাচের ফল
আর্সেনাল ১-৩ ব্রাইটন
লিভারপুল ০-০ ডার্বি (টাইব্রেকে লিভারপুল ৩-২ গোলে জয়ী)
ম্যানচেস্টার সিটি ২-০ চেলসি
নিউক্যাসল ইউনাইটেড ০-০ ক্রিস্টাল প্যালেস (টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী নিউক্যাসল)
নটিংহাম ফরেস্ট ২-০ টটেনহাম হটস্পার
সাউদ্যাম্পটন ১-১ শেফিল্ড ইউনাইটেড (টাইব্রেকারে ৬-৫ গোলে জয়ী সাউদ্যাম্পটন)
ওয়েস্টহাম ইউনাইটেড ২-২ ব্ল্যাকবার্ন রোভার্স (টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয়ী ব্ল্যাকবার্ন)
উলভারহ্যাম্পটন ১-০ লিডস ইউনাইটেড