ভয়াবহ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ দেবিদ্বারের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।
শুক্রবার ( ৩ মে) বিকালে উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি উপজেলার মোহনপুর, কালিকাপুর, চাঁনপুর সহ আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কালিপদ মজুমদার,
সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুবলীগ নেতা ইকবাল হোসেন অপু প্রমুখ।
এফআর/অননিউজ