সরকারি ঘোষনা মোতাবেক আগামী ১১মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন, সে উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা জানান দিতে সাবেক কালাই পৌর মেয়র ও জয়পুরহাট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কর্মী-সমর্থকদেও নিয়ে একটি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন।
রোববার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় ২ হাজার মোটর সাইকেল শোভাযাত্রাটি কালাই বাসষ্ট্যান্ড চত্বর থেকে শুরু করে উপজেলার আহমেদাবাদ, মাত্রাই, উদয়পুর, জিন্দারপুর, পুনট ইউনিয়নসহ কালাই পৌরসভার বিভিন্ন মহল্লা প্রদক্ষিণ করে কালাই বাসষ্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।
মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সোবাহান মন্ডল, সভাপতি আহসান হাবিব চৌধুরী, মোস্তাফিজার রহমান ফিজুু, আহমেদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিনজুনুর রহমান এলিন, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান মামুন মন্ডল, কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদসহ উপজেলার বিভিন্ন স্তরের প্রায় ৪ হাজার নেতাকর্মী।
এফআর/অননিউজ