কুমিল্লার লালমাইয়ে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে নবীন বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে অনার্স ১ম বর্ষ ও একাদশ শ্রেণীর নবীন বরন ও অনার্স শেষ বর্ষের ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মালেক বি.কম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আঃ বারি মজুমদার।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল আহসান।
বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক নমীতা সাহা, আমির হোসেন, সমাজকর্ম বিষয়ের প্রভাষক সাইদুল ইসলাম শাহিন, ছাত্রীদের মধ্যে শেষ বর্ষের বিদায়ী ছাত্রীদের মধ্য থেকে নিশি ও মানপত্র পাঠ করেন আরমিন আক্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রওশন আরা জেমী।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, নাচ, আবৃত্তি, কৌতুক, নাটিকা, গজল পরিবেশন করেন ছাত্রী ও শিক্ষকবৃন্দ।