ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থরা হামলা চালিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশিদের সমর্থক আব্দুস সালামকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। তিনি কালীগঞ্জের শালিখা গ্রামের ছামুসল হকের ছেলে।
এ ঘটনায় শালিখা গ্রামের দাউদ মোল্যার ছেলে সাইদ হোসেন ও ফজলু হোসেনের ছেলে শেখ মিলন প্রাথমিক চিকিৎসার নিয়ে বাড়ি ফিরে যান। লাঙল প্রতীকের প্রার্থী হারুন অভিযোগ করেন, তার সমর্থকদের গভীর রাতে নৌকার প্রার্থী রনি লস্কারের লোকজন নামের তালিকা ধরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা বাড়ির সামনে গিয়ে হুমকী দিয়ে বলছে ‘নৌকার বিপক্ষে ভোট দিলে কেউ ভোটের মাঠে যাবি না’। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ভোটে পাশ না করলে আমাকেসহ সমর্থকদের ঘর বাড়ি ছাড়া করার হুমকী দেয়া হচ্ছে। নিয়ামতপুর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী রনি লস্কারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান খবর নিশ্চিত করে জানান, মারধর করার খবর পেয়েছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। ফোর্স পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।