গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত হলেন মানিকগঞ্জ জেলার মাসুদ রানার ছেলে নিরব (১৮) অন্নজন হলেন, সিরাজগঞ্জ জেলার শরিফ হোসেনের ছেলে জুবায়ের (১৭)। তারা উপজেলার মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায় দুই বন্ধু। পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছেলে একটি ট্রাক মোরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জুবায়েরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় নিরব নামের আরেক বন্ধু। তাকে মুমূর্ষ অবস্থায় সফিপুর মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ