কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবাসী আকরাম শেখকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের কালিয়া উপজেলার চর-জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে চায়ের দোকানে চা পান
করার সময় পিছন থেকে প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা করে তাকে হত্যা করে।
নিহত আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মোঃ হেকমত শেখের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি এসেছেন। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জান গেছে, নড়াগাতী থানার
চর-জয়নগর গ্রামে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার জমাদ্দার গ্রæপের সাথে হেকমত শেখ গ্রæপের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হেকমত শেখের ছেলে সৌদি প্রবাসী আকরাম শেখ গ্রামের তফসিরের চায়ের দোকানে বসে চা পান করছিলো। বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রæপ পিছন দিক থেকে এসে প্রতিপক্ষ আনসার জমাদ্দার গ্রæপের ১৫/২০ জন আকরাম শেখের উপর আতর্কিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম কওে চলে যায় প্রতিপক্ষ গ্রæপ। পরে স্থানীয় লোকজন ও আকরাম শেখের পরিবারের সদস্যরা তাকে পাশ^বর্তী গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরী বিভাগে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি মোটামুটি পুলিশের নিয়ন্ত্রণে। মৃতদেহ গোপালগঞ্জ সদর হাপসাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।