নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক
মুক্তি ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আব্দুর রশিদ, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শুভাশিস বিশ্বাস, কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।