নড়াইল প্রতিনিধি।।
নড়াইল ০১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯টি নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেছেন। বুধবার (১৮অক্টোবর) দিনব্যাপী মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কয়েকতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন।
এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কালিয়া উপজেলার মনোরঞ্জন কাপুড়িয়া মহাবিদ্যালয়, পিরোলী বীরপ্রতীক হাবিবুল আলম মহাবিদ্যালয়, শাহবাগ ইউনাইটেড একাডেমি, চাঁচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়, জেএমপি আলতাফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, খড়রিয়া-যাদবপুর দাখিল মাদ্রাসা এবং শহীদ এখলাস উদ্দিন উচ্চ বিদ্যালয়।
রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যায়ের চারতলা বিশিষ্ট ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় ফরিচালনা কমিটির সভাপতি মঈনুর জহুর মুকুলের সভাপতিত্বে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডসহ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল ০১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, বিশেষ অতিথি নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায়, পৃুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য বিপ্লব প্রমুখ।
এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি উদ্বোধনকালে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক. আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় জানান, ২৫ কোটি ৫৯লাখ ৬৫ লাখ টাকা ব্যয়ে এসব নতুন ভবন নির্মিত হয়েছে। ছবি সংযুক্ত।
এফআর/অননিউজ