নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হামিদুপুর ইউনিয়নের বি.ভোমবাগ ঈদগাহ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হামিদুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মোঃ উজ্জ্বল মোল্যার সভাপতিত্বে সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের সাংগঠনিক কর্মকান্ডে আরো গতিশীলতা ফিরিয়ে আনার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, প্রধান বক্তা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ, বিশেষ অতিথি কালিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামান হোসেন জন, সাধারণ সম্পাদক আনুর মোহাম্মদ আনু প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ জানান, সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। আগ্রহী প্রার্থীদের সম্পর্কে যাচাই-বাছাই শেষে কমিটি ঘোষণা করা হবে।