বন্দর নগরী চট্টগ্রামের কালুরঘাট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর চাঁন্দগাঁও থানাধীন কালুরঘাটের ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ৪০ ঘর পুড়ে ছাই হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে নগরীর চাঁন্দগাও থানাধীন কালুরঘাটের ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই ওই বস্তির ৪০ ঘর পুড়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সূত্র : বিডি টুয়েন্টিফোর রিপোর্ট ডট কম
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com