আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বুধবার তিনি সিলেট যাচ্ছেন।
সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।
তার সফর ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সমাবেশস্থল ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দুপুরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে জানান, প্রথম নির্বাচনী সমাবেশে আগামী বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা থাকবে প্রধানমন্ত্রীর ভাষণে।
সূত্র : একুশে টেলিভিশন
এফআর/অননিউজ