কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গাচিহাটা রেলস্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ভৈরব টু ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাবার পথে গচিহাটা স্টেশনের আগে রেললাইনের পয়েন্টে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় ভৈরব টু ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি। এদিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে।
এফআর/অননিউজ