মোবাইল ইন্টারনেট ও অনলাইন জুয়ায় আসক্ত তরুদের মাঝে ক্ষতি কর প্রভাব ও কুফল তুলে ধরা এবং কিশোর গ্যাং এর প্রাদুর্ভাব ঠেকাতে নীলফামারী সৈয়দপুরে তরুন সমাজ ও অভিভাবকদের নিয়ে সামাজিক সচেতনতমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকালে শহরের গোলাহাট গফুরিয়া দাখিল মাদ্রাসায় ওই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর আয়োজনে অনুষ্ঠিত ওই ক্যাম্পেইন বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র সাবিয়া সুলতানা, সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী প্রমুখ।
বক্তারা বলেন, শহর কি গ্রাম সর্বত্রই বেড়ে চলেছে মোবাইল আসক্তি, ইন্টারনেট গেম এরপর সৃষ্টি হচ্ছে কিশোরগ্যাংয়ের। যার বিরুপ প্রভাব পড়ছে আমাদের সমাজে। তাই সমাজের কিশোর অপরাধে মাত্রা দুরিভুত করতে সচেতনতামূলক কার্যক্রম আমরা হাতে নিয়েছি।