কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) বিকেলে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার আঘাতে ঢাকাসহ সারা দেশে ২৬জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাও. মো. মশিউর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাও. আব্দুল মতিন ফারুকি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারী শাহাজালাল সবুজ, মাও. আব্দুল হামিদ মিয়া, প্রচার সম্পাদক মো. আব্দুর রফিক।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাড. ইয়াসিন আলী সরকার, ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক সেক্রেটারি খাইরুজ্জামান সরকার, কুড়িগ্রাম সদর থানা আমীর মাও. আব্দুস সবুর, জামায়াতে ইসলামী উলিপুর পৌর শাখার আমীর মাহফুজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আইনুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মাও. আব্দুল মতিন ফারুকি বলেন, স্বৈরাচার হাসিনার পেতাত্মারা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীকে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। এসব হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে হবে। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com