কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসত বাড়ি, গবাদি পশুসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত কুদ্দুস আলীর পুত্র আবুল হোসেন (৫৫) গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে সূত্রপাত হয়। পরে মুহুর্তেই দু’টি শয়ন ঘর, একটি রান্না ঘর, ২টি গাভী, ২টি ছাগল, ধান, পাট, হাঁস, মুরগি সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।