কুড়িগ্রামের চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা এস.সি উচ্চ বিদ্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আতিকুর রহমান আতিক আহবায়ক অন্তরে মম শহীদ জিয়া চিলমারী উপজেলা শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বারী সরকার আহবায়ক চিলমারী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হানিফা সদস্য সচিব চিলমারী উপজেলা বিএনপি,জান্নাতুল ফেরদৌস চায়না সভাপতি চিলমারী উপজেলা বিএনপি মহিলা দল,জিয়ারা বেগম রুজি সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি মহিলা দল প্রমুখ।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনার সভার সঞ্চালনা করেন আতিকুর রহমান আতিক সাবেক সাংগঠনিক সম্পাদক চিলমারী উপজেলা ছাএদল।

আরো উপস্থিত ছিলেন নুর আমিন সরকার যুগ্ম আহবায়ক রমনা ইউনিয়ন যুবদল
সাবেক সভাপতি রমনা ইউনিয়ন ছাএদল,আলম মিয়া সভাপতি অন্তরে মম শহীদ জিয়া রমনা ইউনিয়ন শাখা,বিপুল সরকার সাধারণ সম্পাদক অন্তরে মম শহীদ জিয়া রমনা ইউনিয়ন শাখা।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল বারী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে বলেন আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -৪ আসনে আজিজুর ভাইকে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করতে হবে।

আরো দেখুনঃ