কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক খাদেমূল ইসলাম মন্ডলের ২৯তম মৃত্যুবার্ষিকী
কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার রাজু মোস্তফিজের পিতা বিশিষ্ট ব্যবসায়ী, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ এর সম্পাদক এবং জেলা রেডক্রিসেন্ট এর সম্পাদক খাদেমূল ইসলাম মন্ডলের ২৯তম মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হবে। এ উপলক্ষ্যে ঐদিন দুপুর ১২টায় তার ঘোষপাড়াস্থ বাসভবনে কোরানখানি, ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পলাশবাড়ী মন্ডলপাড়া মসজিদে বিকেলে দোয়া ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করার জন্য তার ঘোষ পাড়ার বাসায় এসে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।