কুড়িগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেনের আগমন।
৩০/৯/২৪ ইং সোমবার দুুপুরে তিনি কুড়িগ্রাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগমন করেন। দুপুরে তিনি কুড়িগ্রাম এলজিইডি কার্যালয়ে আগমন করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুজ্জামান ও সকল উপজেলার উপজেলা প্রকৌশলী সহ এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা। সেখানে এসে তিনি শান্তি বিলাশ নামের একটি বিশ্রমাগারের উদ্ভোধন করেন। এর পড় তিনি একটি স্ট্রবেরী পেয়ারা এবং একটি আতা গাছের চারা রোপন করেন। রোপন শেষে তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এলজিইডির হলরুমে মিটিং করেন। মিটিং শেষে দুপুরের খাবার শেষে তিনি সড়ক পথে লালমনির হাটের উদ্দেশ্য রওনা দেন। এর আগে তিনি সকালে সড়ক পথে রংপুর থেকে সুন্দরগন্জের ১৪৯০ মিটার হরিপুর ব্রিজের কাজ পরিদর্শন করে, জেলার চিলমারী উপজেলা হয়ে কুড়িগ্রামে আসেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে তত্তাবধায়ক প্রকৌশলী রংপুর অঞ্চল মোঃ আনিসুল ওহাব খান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশল রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহারুল আলম মন্ডল, রংপুর জেলার নির্বাহী প্রকৌশলী,গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী,লালমনিরহাট জেলা নির্বাহী কর্মকর্তাগন তার সাথে ছিলেন।