কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মোখলেছ নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক। কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এমএ মতিনের ঘনিষ্ঠ সহচর তিনি।
মোখলেছের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার বাদী সাংবাদিক মমিনুল ইসলাম। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
সাংবাদিক মমিনুল ইসলাম ২০১৪ সালে চাঁদাবাজির শিকার হয়েছেন দাবি করে সাবেক এমপি এমএ মতিন, উলিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এবং ইউপি চেয়ারম্যান মোখলেছ সহ ৯৮ জনের নাম উল্লেখ করে গত ১০ অক্টোবর আদালতে মামলা করেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর মমিনুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হককে আসামি করে কুড়িগ্রাম আদালতে মানহানির মামলা করেন।
বাদী মমিনুল ইসলাম বলেন, ‘ ২০১৪ সালে আসামিরা আমার স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে। এছাড়াও আমার সাথে থাকা ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে নেয়। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়ার আশায় আমি আদালতে মামলা করি। আসামিরা সবাই প্রভাবশালী। মামলার করার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ওসি জিল্লুর রহমান বলেন, ‘গ্রেফতার আসামিকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
একে/অননিউজ24