লগি-বৈঠা দিয়ে হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে গণজমায়েত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) বিকালে চিলমারী উপজেলা পরিষদে অডিটোরিয়াম হল রুমে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠক আঘাতে সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন জামায়াতে ইসলামী চিলমারী শাখার (ভারপ্রাপ্ত আমির) অধ্যাপক মো: নুর আলম মুকুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারী মাওলানা মো: নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শাখার শুরা ও কর্মপরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হযরত আলী, জামায়াতে ইসলামী থানাহাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান, সেক্রেটারী মোঃ আলী আকবর, উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুস সবুর বাইজিদ প্রমুখ।
একে/অননিউজ24