কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল র্যালি ও সমাবেশ করা হয়েছে। জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশ গ্রহণ করে।
শুক্রবার সকাল ১১টায় জেলা ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শহরের মজিদা কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব. ব্যারিষ্টার রবিউল ইসলাম সৈকত, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল আলম প্রমুখ।
একে/অননিউজ24