কুড়িগ্রামে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহবায়ক রাজু আহমেদ রাজ্জাক এর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলায় জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর গণহারে পদত্যাগ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুইটায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহবায়ক রাজু আহমেদ রাজ্জাক, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, যুব সংহতির সাবেক সদস্য সচিব, মোহাম্মদ জামাল উদ্দিন, সাবেক যুগ্ন আহ্বায়ক, মোঃ শামীম রহমান রানা, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, ইয়াকুব আলী আইয়ুব এবং ফুলবাড়ী জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক, মোহাম্মদ বাবুল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর জাতীয় পার্টির জেলায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় এবং দলের সাথে সাধারণ মানুষের জনসম্পৃক্ততা না থাকায় তারা জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫০ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করলেন।
আজ থেকে জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আমাদের কোন প্রকার সাংগঠনিক সম্পৃক্ততা নাই। আজ এই সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয় থাকা অবস্থায় যে সকল কর্মসূচি পালন করেছি তার কোন দায়-দায়িত্ব আর আমাদের উপর বর্তাবে না।