দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রু(২২) কে ৫বছরের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যহতি দেয়া হয়। আটক ওই ছাত্রলীগ কর্মীর নাম মাহতাব হোসেন রুদ্র(২৩)। সে বুড়াবুড়ি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে স্থানীয়রা জানায়।
রোববার(৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলেরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ভয়ভীতি প্রদর্শন করে নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচারীক আদালত এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।
আদালতের সামনে দোষ স্বীকার করায় বিজ্ঞ বিচারক মাহাতাব হোসেন কে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে ঐ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান কে প্রত্যাহার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্বতন্ত্র প্রার্থী(ট্রাক) এর একজন কর্মী জানান, ছাত্রলীগ কর্মী মাহতাব হোসেন টেবিলের মধ্যে অস্ত্র রেখে জোড় করে জাল ভোট দিচ্ছিলো।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আতাউর রহমান বলেন, কুড়িগ্রাম-৩ আসনের বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com