কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর উদ্যোগে মাসব্যাপী অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়নমুলক সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও পিকেএসএসফ আর্থিক সহায়তায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সটিমলি পুর পিপল (পিপিইপিপি) কর্মসূচির আওতায় বৃহস্পতিবার ২৫টি সেলাই মেশিন, একটি ট্রাইসাইকেল, ৫টি হুইল চেয়ারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, টিএমএসএস এর কুড়িগ্রাম জোন প্রধান জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাঁঠালবাড়ী ইউপি সচিব সামিউল হক, ইউপি সদস্য তাজুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক খোদেজা বেগম।
এর আগে আরো দুটি ব্যাচে অনুরুপ প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com