কুড়িগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তামাকের ক্ষতিকারক দিকগুলো বিবেচনা করে এবং তামাক চাষীরা যেন তামাকের পরিবর্তে আলু এবং ভুট্টা চাষে মনোযোগী হয়ে উঠে সে ব্যাপারে কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে উদ্ভুদ্ব করতে হবে।
গতকাল ২৭ মে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন- কুড়িগ্রামে তামাক চাষির সংখ্যা চার শতাধিক। সকল তামাক চাষীদেরকে সাথে নিয়ে আমরা আলোচনা করবো এবং তাদেরকে তামাক চাষের পরিবর্তে আলু এবং ভুট্টা চাষে উদ্বুদ্ধ করবো। তামাক চাষীরা যদি আমাদের আহবানে সাড়া দেয় তাহলে তাদেরকে কৃষি প্রণোদনা সহ যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে,জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে ডিজিটাল স্কিনে প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়। অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন এনডিসি সায়েখুল হাসান খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো: আরাফাত রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির ১ং যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।