কুড়িগ্রামে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা দিল আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার রামদাস ধনী রাম সরদার পাড়ার বাসিন্দা আব্দুর রশিদ ও আফরোজা বেগম দম্পতি সরকারি চাকরি করার সুবাদে উপজেলার স্কুল শিক্ষক আব্দুল মালেক মাষ্টার এর নিকট থেকে তার আপন জামাতা কে খাদ্য অধিদপ্তরে চাকরি নিয়ে দেবার কথা বলে ১৪ লক্ষ টাকা নেয়, টাকা নিয়ে দীর্ঘদিন অতিবাহিত করে চাকুরী না দিয়ে টালবাহানা করতে থাকে।
এমত অবস্থায় স্কুল শিক্ষক আব্দুল মালেক উপায় না পেয়ে গত ৯/৪/২৩ ইং তারিখে কুড়িগ্রাম আদালতে হাজির হয়ে উক্ত প্রতারক দম্পতির বিরুদ্ধে একটি প্রতারনার মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ২৯৩/২৩ (উলি) মামলাটি দুই বছরের অধিক চলার পরে কুড়িগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাইজু মিয়া গত ১২/১/২৬ ইং তারিখে জনাকীর্ণ আদালতে উক্ত প্রতারক দম্পতি আফরোজা বেগম কে যথাক্রমে ৩ বছর ও আব্দুর রশিদ কে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করে, সেই সাথে উক্ত দম্পতিকে ৫ হাজার টাকা অর্থ দ্বন্ডের আদেশ প্রদান করেন। বর্তমানে উক্ত প্রতারক দম্পতি জেল হাজতে রয়েছেন।
আফরোজা বেগম উলিপুর উপজেলার গুনাই গাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত রয়েছেন , তার স্বামী আব্দুর রশিদ ঢাকা ওয়াসায় এমপিও পদে কর্মরত আছেন, তাহার আইডি নং ১৭২৯। খোঁজ নিয়ে আরো জানা গেছে, উক্ত প্রতারক দম্পতি উলিপুর উপজেলার প্রায় ৫০ টি পরিবারের নিকট হতে চাকরি দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন, এ বিষয়ে ইতিপূর্বেও তাদের নামে দুটি মামলা দায়ের হয়েছিল যাহাতে তারা সাজাও ভোগ করেন। মামলা টি বাদীপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আলী আহমেদ আতিক।
মামলা রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।