কুড়িগ্রামে বছরের প্রথম দিনেই বই পেলো শিক্ষার্থীরা
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণ করে অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগম
বৃহস্পতিবার ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ শুরু করা হয়।
বই বিতরনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়,জেলার ৯টি উপজেলায় ১ হাজার ২শত ৪০টি বিদ্যালয়ের শিশু শ্রেণীর জন্য ৪৩হাজার-৭শত ৯০টি এবং ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চাহিদা ছিল ১২লাখ ৬৫ হাজার ৯শত ৪৯টি।যা শতভাগ পাওয়া গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়,নিম্ন মাধ্যমিক ৬ষ্ট-৯ম- মোট বরাদ্দ -১৫ লাখ ৭২হাজার ৪শত ৯০টি বইয়ের মধ্যে পাওয়া গেছে-৯লাখ এক হাজার ৮শত ৩৬টি। যা ৬০%।
দাখিল মাদ্রাসা-চাহিদা ছিল-৮লাখ ৮১হাজার ১শত ৫৬টির মধ্যে পাওয়া গেছে-২লাখ ৫৮হাজার ৩শত ৩৮টি। যা ৩৩% ভাগ। এবতেদায়ি-৬লাখ৫২হাজার ২শত১০টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ৫লাখ ৬২হাজার২শত ১০টি। যা ৮৮% ভাগ। এসএসসি ভোকেশনালের চাহিদা-৭৭ হাজার ৭শত ৬৩টি। দাখিল ভোকেশনাল-৪হাজার ৬শত৫০টি বই শতভাগ পাওয়া গেছে।