কুড়িগ্রামে জাতীয়তাবাদীদল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। সকালে মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয় পরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা বিএনপি সভাপতি তাসভীর উল ইসলাম।জেলা বিএনপির উপদেষ্টা সদস্য উমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ,সহসভাপতি সহিরুজ্জামান সাজু,উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী,সহ সভাপতি মিজানুর রহমান পিন্টু,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক গোলাম রসুল রাজা, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এনামুল হক এনা,সদস্য সচিব আরমান হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশেনত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ছাত্রজনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।