কুড়িগ্রামে বৈশাখী টেলিভিশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম।

কুড়িগ্রামে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়, আলােচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আলােচনায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভােকেট আহসান হাবিব নীলুর সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের কুড়িগ্রাম সংবাদদাতা মাহফুজার রহমান খন্দকারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মােস্তাফিজার রহমান মােস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নবগঠিত কমিটির ১ নং যুগ্ম আহবায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু,২ নং যুগ্ম আহবায়ক সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হােসনাইন কায়কােবাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জামায়াত নেতা এ্যাডভোকেট ইয়াছিন আলী,সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শফি খান প্রমুখ।

এসময় বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তরাত্তোর সাফল্য কামনা করে মফস্বলর সংবাদগুলা দায়িত্বের সাথে প্রচারের অনুরােধ জানান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলোক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সুখী সমাজের মানুষজন বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান।

আরো দেখুনঃ