কুড়িগ্রামে মাদক ও ক্যাসিনো ব্যাবসায়ীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তঘেষা ইউনিয়ন সন্তোষপুর এ মাদক ও ক্যাসিনো ব্যাবসায়ীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।

আজ বৃহস্পতিবার দুপরে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী সড়কের আলেপের তেপতি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী এরশাদুল বলেন আমাদের অএ এলাকায় মাদক, ক্যাসিনোর মুল হোতা মাইনুল ইসলাম ও জাহিদুল সিন্ডিকেট গড়ে দীর্ঘ দিন যাবৎ ব্যবসা করে আসছেন।
এসময় নিজাম উদ্দিন বলেন মাদক কারবারি গডফাদার কবলে পড়ে স্কুল পড়ুয়া শিক্ষাথী ও যুব সমাজ আজ ধ্বংসের দারপ্রান্তে।
এছাড়া সন্তোষপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মাসুদ বলেন আমরা বাঁচতে চাই, শিক্ষিত জাতি হিসেবে মাঁথা উঁচু করে দাঁড়াতে চাই। এজন্য প্রশাসনকে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

এসময় সন্তোষপুর আলেপের তেপতি বাজারের বিশিষ্ঠ ইট -ভাটার ব্যবসায়ী শাহানুর রহমান বলেন আমি দীর্ঘ দিন যাবৎ সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসতেছি।আমরা ছেলে আমার ইট-ভাটার ব্যবসা পরিচালনা করে। মাদক ব্যবসায়ী মাইনুল ও জাহিদুল সিন্ডিকেটদের কে ইট -ভাটায় এসে মাদক বিক্রির বাঁধা প্রদান করেন।
এতে মাইনুল ও জাহিদুল সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে আমার ছেলে সুমনকে ডেকে নিয়ে বেধড়ক মার-পিট,জখম করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।

এবিষয়ে কুড়িগ্রাম ম্যাজিস্ট্রেট
কোর্টে একটি মামলা নং ১১৮/২৫ যাহা চলমান থাকলেও প্রশাসন এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারে নাই।

এলাকার সচেতন মহলের দাবি অবিলম্বে মাদক ও ক্যাসিনো ব্যাবসায়ী মাইনুল ও জাহিদুল সহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান।
এবিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান কেউ এরকম অপকর্মের সাথে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ih

আরো দেখুনঃ