কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃতু।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের চিলমারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (৩৩)নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানু) সকাল ১০টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে এবং হুফ্ফাজুল কুরআন মাদরাসার পরিচালক।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে আবু তাহের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মাচাবান্দা শাহপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন আবু তাহের। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিলমারী মডেল থানার ওসি নাজমুস সাকিব সজিব বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।