কুড়িগ্রামে সরকারি উন্নয়ন কাজে ব্যবহারের জন্য ব্যক্তি মালিকানায় ভোগদখলকৃত ৮৬টি পরিবারের ভূমি অধিগ্রহন বাবদ ০৫ কোটি ৩৮ লক্ষ ১২ হাজার ১৭০ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬ জুন বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব নীলু, হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায় জানান, নাগেশ্বরীতে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য একজনের শূণ্য দশমিক ০৫৬১ একর জমির ক্ষতি পূরণের জন্য ৪ লাখ ১৪ হাজার ৩১০টাকা, ভূরুঙ্গামারীতে কাস্টমস ভবণ নির্মাণের জন্য একজনের শূন্য দশমিক ০৫০০ একর জমির ক্ষতি পূরণের জন্য ৩ লাখ ২৪ হাজার ৬২৭টাকা, উলিপুরে অনন্তপুর ও কুড়িগ্রামের সারেডোবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য ৯জনের শূন্য দশমিক ৭৯৫ একর জমির ঘরবাড়ির ক্ষতিপূরণের জন্য ১ কোট ১৮ লাখ ৮৮ হাজার ৫২০ টাকা, দাসেরহাট থেকে সোনাহাট স্থলবন্দরের বাইপাস রাস্তা নির্মাণের জন্য ১০জনের শূন্য দশমিক ৯৭৩ একর জমি ও ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ২৭ লাখ ৮২ হাজার ৭৭১ টাকা এবং চিলমারীতে নদীবন্দর নির্মাণের জন্য ১৫ জনের শূন্য দশমিক ৩২১৭ একর জমি ও ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ ৯৮ লাখ ৪৫ হাজার ২৯৩টাকার চেক জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হলো।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, সরকারি উন্নয়ন কাজে চিলমারীতে নদীবন্দর কাজ সম্প্রসারণ, সদর উপজেলার সারডোব ও উলিপুরের অনন্তপুরের শ্যামপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পলাশবাড়ী ও মাধবরামে বাইপাস সড়ক নির্মাণ, নাগেশ্বরীতে ডাম্পিং স্টেশন নির্মাণ এবং ভূরুঙ্গামারীতে কাস্টমস ভবন নির্মার্ণের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৮৬জনকে ৫ কোটি ৩৮ লক্ষ ১২ হাজার ১৭০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
একে/অননিউজ24