কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি রংপুর এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তাদির ও জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রুপাল মিয়া, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, গণমাধ্যম কর্মীদের মধ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, হাসিবুর রহমান হাসিব, মোঃ ইউনুছ আলী, শফিকুল ইসলাম বেবু, গোলাম মাওলা সিরাজ,তামজিদ তুরাগ প্রমুখ।

মতবিনিময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণ মূলক করার লক্ষ্যে প্রশাসনের সাথে একযোগে কাজ করার উপর গণমাধ্যম কর্মীদের ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।
এ সময় নির্বাচনের সময়ে সাংবাদিকদের দায়িত্ব ও কর্মপরিধি, সাংবাদিক পরিচয়পত্র, যানবাহন (গাড়ি ও মোটরসাইকেল) স্টিকার সংগ্রহসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো দেখুনঃ