কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রাফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফেন্সিডিলসহ গ্রাফতার করে পুলিশ।
মাদক কারবারি রাকিব হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড়বাড়ি এলাকার শহীদুল্লাহর ছেলে বলে জানা গেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হোসেনকে গ্রাফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।