কুড়িগ্রামে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম।

কুড়িগ্রামে মাদক বিরোধী পৃথক অভিযানে দু,জায়গা থেকে ২৪ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (২৩ মার্চ) সকালে নাগেশ্বরী পৌরসভার মাল ভাঙা ব্রিজের পাশে স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের সময় চার কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রাফতার কৃতরা, উপজেলার রায়গঞ্জ রাঙ্গালীর এলাকার আব্দুল গফুর (৪০), শাহানুর আলম (৪৫) ও খোকন মিয়া (২৭)।
অন্য দিকে, গত শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর কাশিপুর গ্রামের মাদক কারবারি জয়মুদ্দিনের (৬৫) বসতবাড়ির উঠানে মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত চারটি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় জয়মুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি বজলার রহমান বলেন, সংশ্লিষ্ট থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।