কুড়িগ্রাম চরের কৃষক পরিবারকে ইএসডিও’র দেড় লক্ষ টাকার চেক বিতরণ।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম।

কুড়িগ্রামে চরের কৃষক পরিবারকে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় কৃষি সেবা ও কৃষিপণ্য বিপনন কেন্দ্রে দেড় লক্ষ টাকার একটি চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্যোগে ইএসডিও’র বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর সহযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার সিনিয়র মৎস অফিসারের কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ইসমত আরা যাত্রাপুর ইউনিয়নের চর ভোগবতীপুর এলাকার কৃষি সেবা ও কৃষিপণ্য বিপনন কেন্দ্রের কৃষক পরিবারকে দেড় লক্ষ টাকার চেক বিতরণ করেন।
প্রকল্পটি চরের মানুষের জীবন মানউন্নয়নের জন্য সমন্বিত কৃষি ব্যবস্থাসহ কৃষি পণ্য এবং গোখাদ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইএসডিও ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সদস্য মোছা: জহুরা বেগমকে এ চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার লাইভলিহুড জিকরুল হক, জোনাল ম্যানেজার জুলফিকার ইসলাম, শাখা ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম, হিসাব রক্ষক মো: কাজল, এটিও মো: তাসিনুর রহমান, মো: নুরুজ্জামান, দীপ্ত বর্মা প্রমুখ।
এ সময় চরের কৃষকরা সহজেই ন্যায্যমূল্যে সার, কীটনাশক, গোখাদ্য, ঔষধ ক্রয়সহ সমন্বিত মৎস চাষ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।