কুড়িগ্রাম জেলার রৌমারী সীমা‌ন্তে অ‌বৈধ অনুপ্রবে‌শের দা‌য়ে ১২ বাংলা‌দে‌শিকে আটক করেছে বিজিবি।

শাহীন আহমেদ, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলা‌দে‌শি ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২/১০/২৪ বুধবার ভোরে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেছে বিজিবি।আটক কৃতরা অ‌বৈধভা‌বে ভারত থে‌কে বাংলা‌দে‌শে ফির‌ছি‌লেন।

জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মো. ইসমাইল হোসেন এ তথ‌্ নিশ্চিত করেছেন।

আটক যুবকরা হ‌লেন, কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার আশরাফুল আলম (২৬), ময়মন‌সিংহ জেলার তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়নগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৫)জামাল পুরের মানিক মিয়া (২৯), নর‌সিংদী জেলার মিজানুর রহমান (২৩) এবং গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮)।আটক যুবকরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন ব‌লেন, অটক যু্বকরা বি‌ভিন্ন সময় অ‌বৈধভাবে ভার‌তে প্রবেশ ক‌রে‌ছিল। বুধবার ভো‌রে সীমান্তপ‌থে অ‌বৈধভা‌বে বাংলা‌দে‌শে ফি‌রে আসার সময় তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। অ‌বৈধ অনুপ্রবেশের দা‌য়ে মামলা দি‌য়ে তাদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হ‌য়েছে।

একে/অননিউজ24

আরো দেখুনঃ