কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের অপারেটর নাশকতার মামলায় গ্রেফতার।

কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক চালক) শান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নাশকতার এক মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়,রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শান্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়।
সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অঘোষিতভাবে একজন কর্মকর্তা জানান,শান্ত রায় দীর্ঘদিন ধরে তথ্য অফিসে কাজ করতেন।

এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। পুলিশের দাবি,তদন্তের স্বার্থেই গ্রেফতারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ তিনি বলেন,নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুনঃ