“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রােধ করি এ প্রতিপাদ্য কুড়িগ্রাম সড়ক দুর্ঘটনা রােধ ও ট্রাফিক আইন সচেতনতায় কুড়িগ্রাম জেলা পুলিশ ও কুড়িগ্রাম বাইকার্স ক্লাবের যৌথ উদ্যাগে মটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের জিরাে পয়েন্ট এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় ট্রাফিক আইন বিষয় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ওয়াহিদুজ্জামান, সদর ওসি মাসুদুর রহমান, সনাক সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু, সদর ট্রাফিক ইনচার্জ এ.কে.এম বানিউল ইসলাম আনাম, ট্রাফিক ইন্সেপেক্টর মোঃ নজরুল ইসলাম, সার্জেট মােস্তাফিজুর রহমান, ভিক্টর দেবনাথ, কুড়িগ্রাম বাইকার্স ক্লাব ও সাইক্লিং ক্লাবের সদস্য বৃন্দ।
বক্তারা সড়ক দূর্ঘটনা প্রতিরােধে সকলকে সচেতন হওয়ার আহাবান জানান।
এফআর/অননিউজ