কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৪-২০২৫ ইং সময়ের জন্য দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়ছে।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শনিবার রাতে সাধারণ পরিষদের সভায় এ নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবেএম আর মিটু (দৈনিক মানবজমিন/করতােয়া) এবং ইউসুফ আলমগীর (এটিএন বাংলা) ও নাজমুল হাসান (যমুনা টিভি)কে সদস্য হিসেবে মনোনিত করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মােস্তাফিজের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২-২০২৩ইং দুই বছর মেয়াদী কমিটির সকল আয়-ব্যয় এবং বিভিন কর্মকান্ডর বিষয় তুলে ধরেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালক ফারুক। আগামী ২০২৪-২০২৫ইং দুই বছর মেয়াদের জন্য বর্তমান সাধারণ পরিষদের সদস্যদের ডিক্লারেশন, নিয়ােগপত্র, আইডিকার্ডসহ অন্যান্য কাগজপত্র পর্যালােচনা করে ৩৫জন সদস্যক বৈধ ঘােষণা করে ভােটার তালিকা চূড়ান্ত করে যাচাই বাছাই কমিটি। সভায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের গঠনতন্ত অনুচ্ছেদ, ধারা-১, অনুযায়ী উপস্তিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩ (তিন) সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সেইসাথে সাধারন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০/০৩/২০২৪ইং তারিখের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন করার জন্য এক পত্রের মাধ্যমে নির্বাচন কমিশনার কে অনুরােধ জানানা হয়।
এফআর/অননিউজ