কুড়িগ্রাম সিমান্তে কাটাতারে নিহত ফেলানীর পরিবারকে স্থানীয় সরকার উপদেষ্টার ঈদ উপহার।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম।

কুড়িগ্রামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ উপহার পেলেন কুড়িগ্রাম সিমান্তে কাটাতারের বেড়ায় নিহত ফেলানীর পরিবার।
২৭ মার্চ বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানীর বাবার হাতে তুলে দেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক নুসরাত সুলতানা। এ
সময় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, জেলা সমাজসেবার উপ পরিচালক মুহ. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার ১টি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর পিতা নুর ইসলাম।